হোম > সারা দেশ > পিরোজপুর

নির্বাচনের পর নৌকা হবে সাইকেল, ঈগল হবে নৌকা: স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট কিছু দলকে নৌকা ধার দিয়েছেন বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। 

আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িয়ানা আর্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু। 
 
মো. মহিউদ্দীন মহারাজ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ছোট ছোট কিছু দলকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য নৌকা ধার দিয়েছেন। এখানে নৌকা পেয়েছেন জাতীয় পার্টির (জেপি) সাইকেল দল। আগামী ৭ জানুয়ারির পর তাঁরা আর নৌকা থাকবে না। সামনে তাঁরা আর নিজেদের নৌকা দাবি করতে পারবে না।’ 

মহিউদ্দীন মহারাজ আরও বলেন, ‘এই ঈগল প্রতীক জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রতীক। আর তিনি নৌকা ধার করে এনে নির্বাচন করছেন। তাই ধার করা নৌকাকে আপনারা ভোট দেবেন না। কারণ নির্বাচনের পর তাঁরা আর নৌকা থাকবে না। তখন তাঁরা হয়ে যাবে সাইকেল। আমার ঈগল ঠিকই নৌকা হয়ে যাবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হব। তাই আপনারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আমার ঈগল প্রতীক পাহারা দিয়ে রাখুন; আমি আপনাদের সারা জীবন পাহারা দিয়ে রাখব।’ 

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নৌকা না পেয়ে তিনি এ আসন থেকে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীকে প্রার্থী হয়েছেন। 

আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন—নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, কাউখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এ, কে, এম সহিদুল ইসলাম রিপন প্রমুখ।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ