হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যালয়ের তালা ভেঙে ফরম পূরণের টাকা চুরির অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বিদ্যালয়ের কক্ষ থেকে আলমারির তালা ভেঙে এসএসসির ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ বুধবার বিকেলে মুলাদী থানায় অভিযোগ দিতে যান। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি রাজি হননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের পর ২ লাখ ১০ হাজার টাকা আলমারিতে রাখা হয়। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা এবং আলমারির তালা ভেঙে টাকা নিয়ে যায়। আজ সকালে বিদ্যালয় গিয়ে চুরির বিষয়টি জানতে পারি। ওই সময় নৈশপ্রহরী মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিদ্যালয় ছিলেন না বলে জানান। ছুটি ছাড়াই নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিদ্যালয়ের সভাপতি মো. আল আমিন সবুজ বলেন, ‘বিদ্যালয়ের চুরি বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানাননি। বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে আমাকে জানিয়েছেন। তবে দুই লক্ষাধিক টাকা ব্যাংকে না রেখে প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ের অফিস কক্ষে রেখেছিলেন বিষয়টি বোধগম্য নয়।’ 

এ বিষয়ে মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা চুরির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫