হোম > সারা দেশ > পিরোজপুর

নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ২ দিন পর লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. সোহেল (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

নিহত সোহেল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পূর্ব চামী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। এ ছাড়া তিনি মাঝেমধ্যে নদীতে মাছ শিকার করতেন। 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে নিজ নিজ নৌকায় করে সোহেল মাছ ধরতে সন্ধ্যা নদীতে যান। এরপর থেকে যে যাঁর মতো মাছ ধরছিলেন। পরদিন বুধবার সকাল ১০টার দিকে সঙ্গীরা ছারছিনা নামক এলাকার সন্ধ্যা নদীতে সোহেলের নৌকা ভাসতে দেখেন। তাঁরা নৌকার কাছে গিয়ে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোন পেলেও তাঁকে দেখতে না পেয়ে স্বজনদের খবর দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীরে সোহেলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫