হোম > সারা দেশ > পিরোজপুর

নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ২ দিন পর লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. সোহেল (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

নিহত সোহেল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পূর্ব চামী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। এ ছাড়া তিনি মাঝেমধ্যে নদীতে মাছ শিকার করতেন। 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে নিজ নিজ নৌকায় করে সোহেল মাছ ধরতে সন্ধ্যা নদীতে যান। এরপর থেকে যে যাঁর মতো মাছ ধরছিলেন। পরদিন বুধবার সকাল ১০টার দিকে সঙ্গীরা ছারছিনা নামক এলাকার সন্ধ্যা নদীতে সোহেলের নৌকা ভাসতে দেখেন। তাঁরা নৌকার কাছে গিয়ে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোন পেলেও তাঁকে দেখতে না পেয়ে স্বজনদের খবর দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীরে সোহেলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম