হোম > সারা দেশ > পিরোজপুর

নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ২ দিন পর লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. সোহেল (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

নিহত সোহেল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পূর্ব চামী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। এ ছাড়া তিনি মাঝেমধ্যে নদীতে মাছ শিকার করতেন। 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে নিজ নিজ নৌকায় করে সোহেল মাছ ধরতে সন্ধ্যা নদীতে যান। এরপর থেকে যে যাঁর মতো মাছ ধরছিলেন। পরদিন বুধবার সকাল ১০টার দিকে সঙ্গীরা ছারছিনা নামক এলাকার সন্ধ্যা নদীতে সোহেলের নৌকা ভাসতে দেখেন। তাঁরা নৌকার কাছে গিয়ে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোন পেলেও তাঁকে দেখতে না পেয়ে স্বজনদের খবর দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীরে সোহেলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম