হোম > সারা দেশ > বরগুনা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

নিহতের ছবি নিয়ে শোকার্ত স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ আল খারিজ সড়কের আজিজিয়ার দিকে রাবেয়া হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সৌদিপ্রবাসী পাথরঘাটার আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ খোকন ওরফে সুলতান বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ১০ বছর ধরে সৌদির একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ছুটিতে বাড়িতে এসে মার্চ মাসে আবার সৌদিতে যান। তাঁর ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত সুলতান হাওলাদারের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, কয়েক দিন আগে তাঁর হার্নিয়া অপারেশন হয়েছে। গতকাল দুপুরে ড্রেসিং করার জন্য হাসপাতালে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাত ১১টার দিকে সৌদি আরব থেকে ফোন করে জানানো হয়, সুলতান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ দেশে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

স্থানীয় ও সৌদি পুলিশের বরাতে সৌদিপ্রবাসী আব্দুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালের বিপরীত দিক থেকে রাস্তা পার হয়ে হাসপাতালে প্রবেশের সময় তাঁকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ নিয়ে হিমঘরে রাখে। সুলতান একটি মিসরীয় কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে পাঠানোর কথা চলছে।

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা