হোম > সারা দেশ > বরিশাল

দুর্নীতির অভিযোগ ওঠা সেই তহসিলদারকে সাময়িক বরখাস্ত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. জসিম উদ্দিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আজ রোববার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। 

ইউএনও ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কয়েকদিন আগে তহসিলদার জসিম উদ্দিনের ঘুষ চাওয়ার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে। তা ছাড়া তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ উঠেছিল। আমরা তদন্ত শেষে ডিসি স্যারের কাছে প্রতিবেদন দেই। তারই প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

জানা গেছে, কয়েকদিন আগে হোসনাবাদ ভূমি উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. জসিম উদ্দিন খানের ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে গত ৩ আগস্ট বৃহস্পতিবার তহসিলদার জসিম উদ্দিনের অপসারণের দাবিতে হোসনাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ভূমি অফিসের সামনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বাসিন্দারা মানববন্ধন করেন। 

আজকের পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। এর পরপরই গতকাল শনিবার অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম