বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে রাকিবুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে গতকাল শনিবার তাঁকে আটক করা হয়।
আটক ভুয়া চিকিৎসক রাকিবুল ইসলাম নগরীর আমানতগঞ্জ কাজীর গোরস্থান এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি ঝালকাঠি পৌর এলাকার পেট্রল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়িতে থাকেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, শনিবার সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রোন পরা অবস্থায় ও গলায় স্টেথিস্কোপ ঝুলিয়ে ঘুরছিল রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা পরিচয় জানতে চাইলে রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। এরপর তাঁকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রাকিবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর অন্য কোনো মতলব ছিল কীনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’