হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে দুই বাসের সংর্ঘষে এক জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় জহিরউদ্দিন তারেক প্রজেক্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই সংঘর্ষ হয়। এ সময় মো. কামাল হোসেন সিকদার (৩৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলায় চরমানাই মাহফিলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানায়, বুধবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী প্রিয়া পরিবহনের বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রিয়া পরিবহনের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। একই সময় সাকুরা পরিবহনের বাসটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কামাল হোসেন সিকদার ঘটনাস্থলেই নিহত হন এবং দুই পরিবহনের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নিহতের মামাত ভাই বাসযাত্রী মো. জামাল মাতব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একই এলাকার ৬ জন বরিশালের চরমোনাই ওয়াজ মাহফিল অংশগ্রহণ করার জন্য সদরপুরের পাঁচচর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠি। পরে দুর্ঘটনার শিকার হই’ 

উজিপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বাসের সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জনের মত আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে থানা-পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।’ 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫