হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে দুই বাসের সংর্ঘষে এক জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় জহিরউদ্দিন তারেক প্রজেক্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই সংঘর্ষ হয়। এ সময় মো. কামাল হোসেন সিকদার (৩৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলায় চরমানাই মাহফিলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানায়, বুধবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী প্রিয়া পরিবহনের বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রিয়া পরিবহনের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। একই সময় সাকুরা পরিবহনের বাসটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কামাল হোসেন সিকদার ঘটনাস্থলেই নিহত হন এবং দুই পরিবহনের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নিহতের মামাত ভাই বাসযাত্রী মো. জামাল মাতব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একই এলাকার ৬ জন বরিশালের চরমোনাই ওয়াজ মাহফিল অংশগ্রহণ করার জন্য সদরপুরের পাঁচচর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠি। পরে দুর্ঘটনার শিকার হই’ 

উজিপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বাসের সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জনের মত আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে থানা-পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।’ 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক