হোম > সারা দেশ > বরিশাল

ছেলের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের শোকে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত সীমা হালদার (৩৫) উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্বামী প্রশান্ত হালদারে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। আজ শনিবার সকালে পুলিশ সীমার মরদেহ বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহত সীমার স্বামী প্রশান্ত হালদার বলছে, গত বছর এক সড়ক দুর্ঘটনায় তাঁদের ১১ বছর বয়সী ছেলে প্রতাপ হালদার মারা যায়। এরপর থেকে ছেলের শোকে সীমা এলোমেলো কথা বলা শুরু করে। সম্প্রতি সীমার একটি অপারেশন হওয়ার পরে আরও বেশি ভেঙে পরেন। শুক্রবার বিকেলে প্রশান্ত একটি অনুষ্ঠানে যায়। সন্ধ্যায় তাঁদের কন্যাশিশুর কান্না শুনে তাঁর বাবা ঘরে ঢুকে সীমাকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির আরও লোকজন উপস্থিত হয়ে আগৈলঝাড়া থানা-পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সীমার প্রশান্ত হালদার নামে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী প্রশান্ত হালদার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। 

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ