হোম > সারা দেশ > বরিশাল

জুলাই বিপ্লবের ঘোষণা: অনুষ্ঠানে অংশ নিতে বরিশালে ১০ বাস রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণা অনুষ্ঠানে বরিশাল জেলা থেকে কমপক্ষে ৫০০ জন ছাত্র ঢাকায় যাবেন। এ উপলক্ষে ১০টি বাস রিজার্ভ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে তাঁরা সড়কপথে ঢাকায় রওনা হবেন। তবে ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমম্বয়কদের বড় একটি অংশ ঢাকার কর্মসূচিতে যাচ্ছেন না।

প্রায় একমাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার কমিটি ঘোষিত হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন শহিদুল ইসলাম শাহেদ ও মোহাম্মদ শাহাদত হয়েছেন সদস্যসচিব। তবে জেলা কমিটি হয়নি।

মহানগরের আহ্বায়ক শাহেদ জানান, আজ সোমবার রাতে জেলা আহ্বায়ক কমিটি ঘোষিত হবে। জেলা ও মহানগর থেকে একসঙ্গে যাওয়ার জন্য ১০টি বাস রিজার্ভ করেছেন। মঙ্গলবার সকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

গণঅভ্যুত্থানের আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ভূমিকায় রেখেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্বমায়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ। তিনি রোববার রাতে জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজে মোট ২৯ জন সমম্বায়ক ছিলেন। গণঅভ্যুত্থানের পরে তিনিসহ অর্ধেকেররও বেশি সমম্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

এর কারণ সম্পর্কে শুভ বলেন, ছাত্র-শ্রমিক ও জনতার সবার অংশগ্রহণে গণঅভ্যুত্থান সফল হয়েছে। কিন্ত পরবর্তীতে এর সাফল্য বিশেষ একটি গোষ্ঠী কুক্ষিগত করেছে। তাদের কার্যক্রমে মনে হচ্ছে, অভ্যুত্থান পরবর্তী মানুষের আশা-আকাঙ্খা পূরণ হবে না।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা