হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে বাড়িতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর, আহত ৮

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বাড়িতে দুর্বৃত্তদের হামলায় ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ২টি ঘর ভাঙচুর করে এবং রুহুল আমিন চৌকিদারসহ ৭-৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পুলিশ বলছে, হামলা কিংবা ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রুহুল আমিন চৌকিদার আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ির কাইউম চৌকিদারের ভাগ্নে রমজান আজ সোমবার আড়াইটার দিকে পটা মিয়ার খেতের মধ্য দিয়ে বাজারে যাচ্ছিল। এতে পটা মিয়া ক্ষিপ্ত হয়ে রমজানকে কাস্তে দিয়ে পিটিয়ে জখম করে এবং আটকে রাখে। সংবাদ পেয়ে কাইউম চৌকিদার ২-৩ জন লোক নিয়ে ভাগ্নেকে উদ্ধার করতে যান। ওই সময় কাইউম চৌকিদারের সঙ্গে পটা মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে পটা মিয়া চৌকিদার, তার ছেলে রাজু চৌকিদার, ফরহাদ চৌকিদার, আলম চৌকিদারসহ ৮-১০ জন রামদা, লাঠিসোঁটা এবং বোমা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ৪-৫টি হাত বোমা নিক্ষেপ করে এবং ২টি ঘর কুপিয়ে ভাঙচুর করে। তাদের বাধা দিতে কাইউম চৌকিদার, জিলু, নিলুফা বেগমসহ ৭-৮ জন আহত হন। আহতদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে সন্ধ্যায় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত কাইউম চৌকিদার বলেন, ভাগ্নেকে আটকে রাখার সংবাদ পেয়ে উদ্ধার করতে গিয়েছিলাম। এ সময় পটা মিয়া চৌকিদার ও তাঁর লোকজন বোমার ব্যাগ নিয়ে আমার ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করেছে। এই ঘটনায় থানায় মামলা করব।

পটা মিয়া চৌকিদার বোমা হামলার কথা অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘হেঁটে জমির ফসল নষ্ট করায় রমজানকে বাধা ও চড়থাপ্পড় দেওয়া হয়েছিল। বিষয়টিকে ভিন্নখাতে নিতে কাইউম চৌকিদার ও রুহুল আমিন চৌকিদার নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ফাঁসাতে চাইছেন।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, বোমা হামলা কিংবা ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক