হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে বাড়িতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর, আহত ৮

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে বাড়িতে দুর্বৃত্তদের হামলায় ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ২টি ঘর ভাঙচুর করে এবং রুহুল আমিন চৌকিদারসহ ৭-৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পুলিশ বলছে, হামলা কিংবা ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রুহুল আমিন চৌকিদার আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ির কাইউম চৌকিদারের ভাগ্নে রমজান আজ সোমবার আড়াইটার দিকে পটা মিয়ার খেতের মধ্য দিয়ে বাজারে যাচ্ছিল। এতে পটা মিয়া ক্ষিপ্ত হয়ে রমজানকে কাস্তে দিয়ে পিটিয়ে জখম করে এবং আটকে রাখে। সংবাদ পেয়ে কাইউম চৌকিদার ২-৩ জন লোক নিয়ে ভাগ্নেকে উদ্ধার করতে যান। ওই সময় কাইউম চৌকিদারের সঙ্গে পটা মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে পটা মিয়া চৌকিদার, তার ছেলে রাজু চৌকিদার, ফরহাদ চৌকিদার, আলম চৌকিদারসহ ৮-১০ জন রামদা, লাঠিসোঁটা এবং বোমা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ৪-৫টি হাত বোমা নিক্ষেপ করে এবং ২টি ঘর কুপিয়ে ভাঙচুর করে। তাদের বাধা দিতে কাইউম চৌকিদার, জিলু, নিলুফা বেগমসহ ৭-৮ জন আহত হন। আহতদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে সন্ধ্যায় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত কাইউম চৌকিদার বলেন, ভাগ্নেকে আটকে রাখার সংবাদ পেয়ে উদ্ধার করতে গিয়েছিলাম। এ সময় পটা মিয়া চৌকিদার ও তাঁর লোকজন বোমার ব্যাগ নিয়ে আমার ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করেছে। এই ঘটনায় থানায় মামলা করব।

পটা মিয়া চৌকিদার বোমা হামলার কথা অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘হেঁটে জমির ফসল নষ্ট করায় রমজানকে বাধা ও চড়থাপ্পড় দেওয়া হয়েছিল। বিষয়টিকে ভিন্নখাতে নিতে কাইউম চৌকিদার ও রুহুল আমিন চৌকিদার নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ফাঁসাতে চাইছেন।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, বোমা হামলা কিংবা ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ