হোম > সারা দেশ > ভোলা

কৃষিকে আমরা লাভজনক করতে চাই: কৃষিমন্ত্রী

ভোলা প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষিকে আমরা লাভজনক করতে চাই। কীভাবে কৃষকের জীবনযাত্রার মান বৃদ্ধি করা যায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। কি করে ভোলার কৃষিকে আধুনিক করা যায়, তা দেখতেই আমি ভোলায় এসেছি।’

আজ রোববার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম।

সভায় ভোলা জেলার কৃষির সম্ভাবনা নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এ জেলা উর্বর জমি। সব ফসল ফলানো যায় উপকূলীয় এ দ্বীপ জেলা ভোলায়।’ তিনি বলেন, ‘যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করেন, যারা যুগে যুগে বঞ্চিত-শোষিত, তাঁদের মুক্তির স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন। বাংলাদেশ এখন আর ভিক্ষার জন্য কারও কাছে হাত পাতে না। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

সভায় আরও বক্তব্য দেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সফল কৃষক সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব প্রমুখ। সভায় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মো. শাহজাহান, মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শত শত কৃষক উপস্থিত ছিলেন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার