হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

পিরোজপুর ও নেছারাবাদ প্রতিনিধি

পিরোজপুরে আগুনে পুড়ল ৫৫ দোকান। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর ও নেছারাবাদে আগুনে অন্তত ৫৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান বলেন, ‘ভোরে মসজিদের মাইকে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে আসি। সেখানে আমাদেরও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান, মুদি, ফলের দোকান, পাখির দোকান, লেপতোষক, মাছের দোকান, ইলেকট্রনিকস, ওষুধের দোকানসহ ৪৫টি দোকান পুড়েছে। আগুনে ব্যবসায়ী ও দোকান মালিক উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটি টাকা।’

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’

পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। এটা তদন্তসাপেক্ষে বলা যাবে। তিনি বলেন, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

পিরোজপুরে আগুনে পুড়ল ৫৫ দোকান। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুকিত হাসান খান আজকের পত্রিকাকে বলেন, পিরোজপুরের দুটি উপজেলায় গতরাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০