বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে শ্বশুর ও পুত্রবধূর প্রাণহানি ঘটেছে। আজ বুধবার বিকেল ৫টায় তেতুলিয়া নদী তীরবর্তী শ্রীপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-রুস্তম আলী হাওলাদার (৭০) ও তাঁর ছেলে বারেক হাওলাদারের স্ত্রী জয়নব বেগম (৩৫)।
নিহত রুস্তম আলীর ছেলে ও জয়নব বেগমের স্বামী আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘বুধবার শেষ বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। আনুমানিক ৫-৭ মিনিটের প্রচণ্ড ঝড়ে গাগুরিয়া গ্রামের ১৫-২০টি কাঁচাঘর ভেঙে গেছে। ঝড়ের সময় বাবা, আমার স্ত্রী দুই ছেলে ও ১ মেয়েসন্তানসহ ঘরের নিচে চাপা পড়লে, আশপাশের লোকজন শুধু সন্তানদের জীবিত উদ্ধার করতে পেরেছে।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, নিহত রুস্তম আলী ও জয়নব বেগম শ্রীপুরের মিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে তারা নদীভাঙনের শিকার হয়ে তেতুলিয়া নদীর উত্তর তীরে গাগুরিয়ার গ্রামে বসবাস শুরু করেছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী বলেন, শ্রীপুরের গাগুরিয়া এলাকায় আকস্মিক ঝড়ে ১০-১২টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে গাছপালা এবং উঠতি ফসল বিনষ্ট হয়েছে।