হোম > সারা দেশ > বরিশাল

সেই বিএনপি নেতার জামিন করালেন আওয়ামী লীগের শম্ভু

বরগুনা প্রতিনিধি

এবার নাশকতা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজার জামিন করালেন বরগুনা-১ আসনের এমপি ও আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামির পক্ষে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিজে জামিন আবেদন করেন। শুনানি শেষে এমপি শম্ভুর জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারক রাসেল মজুমদার।

আদালতের পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মতিউর রহমান রাজা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। তিনি জেলা বিএনপির (নজরুল-হালিম কমিটি) সদস্য ছিলেন। এ ছাড়া জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী।

এর আগে গত রোববার উপজেলার গৌরিচন্না ইউনিয়নে গৌরিচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দিয়ে ভোট চান এই ইউপি চেয়ারম্যান। পরদিন সোমবার এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলায় নাশকতা সৃষ্টির চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গত নভেম্বরে নাশকতা সৃষ্টির চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করে। নাশকতা সৃষ্টির চেষ্টার মামলায় মতিউর রহমান রাজা এজাহারভুক্ত আসামি।

আদালত সূত্র জানায়, আজ (মঙ্গলবার) বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মতিউর রহমান রাজার পক্ষে জামিন আবেদন করেন। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জেলা আইনজীবী সমিতির সদস্য। জামিন শুনানিতে শম্ভু অংশ না নিলেও তাঁর পক্ষে ছেলে সুনাম দেবনাথ ও আইনজীবী তানজিবুল ইসলাম সুজন অংশ নেন।

শুনানি শেষে দুটি মামলাতেই সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জিম্মায় পরবর্তী ধার্য তারিখ ১০ জানুয়ারি ও ২৯ জানুয়ারি (পৃথক দুটি মামলায়) পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

নাশকতা সৃষ্টির মামলার আসামিকে জামিন করানো প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা মোবাইল ফোনে বলেন, ‘এটা একান্তই তাঁর (এমপি শম্ভুর) ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় কোনো সিদ্ধান্ত নয়। বিষয়টিতে আমরা বিব্রত, যারা নির্বাচন বন্ধ করতে চায়, নির্বাচন প্রতিহত করে, তাদের সঙ্গে একমত হওয়া তো আমার রাজনীতি থাকে না।’

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘গত দুই মাসে আমাদের ১৪৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কয়েক দিন আগে মাত্র পাঁচজনের জামিন হয়েছে। তা-ও প্রায় এক মাস জেল খেটে। মতিউর রহমান রাজার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জামিন হওয়ার বিষয়টি আমাদের অবাক করেছে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার