হোম > সারা দেশ > ভোলা

ভোলা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।

ইরফান মাহমুদ বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফিসহ দুজনকে গাঁজাসহ আটক করে। আটক অপর ব্যক্তি হলেন বদিউল আলম বদিশা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই দিন সন্ধ্যার দিকে তাঁদের ভোলা জেলা কারাগারে নেওয়া হয়।

ভোলা জেলা কারাগারের সুপার মো. শওকত হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামের কয়েদি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত কয়েদি শফি কুমিল্লার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে। তাঁকে মাদক মামলায় গতকাল কারাগারে নিয়ে আসা হয়েছিল।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু