হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে লোহার সেতু ভেঙে খালে, বাঁশের সাঁকোই ঝুঁকি নিয়ে চলাচল

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে একটি লোহার সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন তিন গ্রামের মানুষ। গতকাল বুধবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের খালের সেতুটি ভেঙে পড়ে। এতে সেতু একাংশে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাসিন্দারা।

এদিকে সেতু ভেঙে পড়ায় খালে ইঞ্জিনচালিত নৌকা ও জেলে নৌকা চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি বেড়েছে বলে জানান, স্থানীয়রা। দ্রুত লোহার সেতু অপসারণ করে নতুন ঢালাই সেতু নির্মাণ করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কয়েক দিনের ভারী বর্ষায় চরমালিয়া ব্যাপারীর হাট থেকে ৩৬ ভেদুরিয়া খালের লোহার সেতুটি ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তায় বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১০ বছরের পুরোনো সেতু ভেঙে পড়ায় চরমালিয়া, ষোলঘর ও ৩৬ ভেদুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত সেতু মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। 

চরমালিয়া গ্রামের শহিদুল ইসলাম সিকদার বলেন, জয়ন্তী নদীর ৩৬ ভেদুরিয়া মোহনা থেকে ব্যাপারীর হাট পর্যন্ত খাল দিয়ে বেশ কিছু ইঞ্জিনচালিত নৌকায় মালামাল পরিবহন করেন। এ ছাড়া স্থানীয় জেলেরা নদীতে যাওয়ার জন্য খালটি ব্যবহার করেন। সেতু ভেঙে পড়ায় খাল দিয়ে নৌকা চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় জেলেরা দুর্ভোগে পড়েছেন। ভাঙা সেতুটি অপসারণ করা হলে নৌকা দিয়ে চলাচল সহজ হতো। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, সফিপুর ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। স্থানীয় ইউপি সদস্যকে সেতুটি অপসারণের নির্দেশনা দেওয়া এবং নতুন সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ