হোম > সারা দেশ > বরিশাল

নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মিলল খালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ইয়াসিন (১৬) বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। 

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ইয়াসিনের সন্ধান পাচ্ছিল না মাদ্রাসা কর্তৃপক্ষ। অনেক খোঁজাখুঁজির পর তারা স্বজনদের জানালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল ইয়াসিন উজিরপুরের সাতলায় নানা বাড়িতে গিয়েছে। কিন্তু রাত অবধি সে সেখানে পৌঁছায় না। 

তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে মাদ্রাসার অদূরে থাকা আউয়ার বাজার সংলগ্ন খালে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে মরদেহটি ইয়াসিনের বলে শনাক্ত করা হয়। 

পরিদর্শক (তদন্ত) মোমিন আরও বলেন, ইয়াসিনের মৃত্যু কীভাবে হয়েছে এর কারণ সঠিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার নিখোঁজের আগ মুহূর্তে ওই খালে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা গোসলে গেলেও ইয়াসিনকে কেউ গোসলে যেতে দেখেনি। তাই বিষয়টি নিয়ে রহস্য থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প