হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় আগুনে ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় আগুনে একটি ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। আজ শুক্রবার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, আজ ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সৌদিপ্রবাসী নুর আলম তালুকদারের বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই ঘরে থাকেন নুর আলমের আত্মীয় সাইদুল ফকির। তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি তালাবদ্ধ ছিল। আগুন দেখে প্রতিবেশী জসিম সন্যামত চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। 

পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল ফকির। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই পরিবারের দাবি, অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা