হোম > সারা দেশ > পটুয়াখালী

জেলেদের জালে ‘আজব’ মাছ, দেখতে ভিড়

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারও ধরা পড়েছে সাতটি সেইল ফিশ। এই মাছ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির প্রাণীও এটি। সেইল ফিশ জেলেদের জালে খুব একটা ধরা পড়ে না। জেলেরা বলেন পাখি মাছ। তাই স্থানীয়দের কাছে অনেকটা বিরলই বলা যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে পাঁচটি এবং সোবাহান নামের অপর এক মাঝির জালে দুটি সেইল ফিশ মাছ ধরা পড়ে। সাতটি মাছের মধ্যে তিনটির ওজন ৬০ কেজি করে, একটির ওজন ৪৫ কেজি ও অপর তিনটির ৩১ কেজি করে।

আজ শুক্রবার দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিশ নামের আড়তে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমে যায়। 

জেলেরা জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাঁদের জালে ধরা পড়েনি। মাছের ওজন বেশি হওয়ায় ঘাটে নিয়ে আসতে তাঁদের বেশ কষ্ট হয়েছে।  

এর আগে গতকালও নুরুন্নবী মাঝি ৬০ ও ৫৫ কেজি ওজনের আটটি পাখি মাছ মহিপুরে নিয়ে এসেছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু। বিদেশে এর বেশ চাহিদা আছে। এই মাছের ইংরেজি নাম সেইল ফিশ।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ