হোম > সারা দেশ > পটুয়াখালী

জেলেদের জালে ‘আজব’ মাছ, দেখতে ভিড়

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারও ধরা পড়েছে সাতটি সেইল ফিশ। এই মাছ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির প্রাণীও এটি। সেইল ফিশ জেলেদের জালে খুব একটা ধরা পড়ে না। জেলেরা বলেন পাখি মাছ। তাই স্থানীয়দের কাছে অনেকটা বিরলই বলা যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে পাঁচটি এবং সোবাহান নামের অপর এক মাঝির জালে দুটি সেইল ফিশ মাছ ধরা পড়ে। সাতটি মাছের মধ্যে তিনটির ওজন ৬০ কেজি করে, একটির ওজন ৪৫ কেজি ও অপর তিনটির ৩১ কেজি করে।

আজ শুক্রবার দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিশ নামের আড়তে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমে যায়। 

জেলেরা জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাঁদের জালে ধরা পড়েনি। মাছের ওজন বেশি হওয়ায় ঘাটে নিয়ে আসতে তাঁদের বেশ কষ্ট হয়েছে।  

এর আগে গতকালও নুরুন্নবী মাঝি ৬০ ও ৫৫ কেজি ওজনের আটটি পাখি মাছ মহিপুরে নিয়ে এসেছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু। বিদেশে এর বেশ চাহিদা আছে। এই মাছের ইংরেজি নাম সেইল ফিশ।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা