হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ইউএনওর বাসায় হামলা, কাউন্সিলর মান্নাকে তুলে নিয়েছে 'আইন-শৃঙ্খলা বাহিনী'

প্রতিনিধি, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে বলে দাবি করছে তাঁর পরিবার।

শেখ সাইয়েদ আহমেদ মান্নার বড় ভাই শেখ রানার দাবি, মান্না ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় বোনের বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার রাত ১০টায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার শিয়া মসজিদ সংলগ্ন বোনের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। সাদা পোশাকে দুজন লোক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে গাড়িতে তুলে নিয়ে গেছে বলে জানান মান্নার বড় ভাই শেখ মাসুদ আহমেদ রানা। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। 
 
তবে বরিশাল কোতোয়ালি থানা-পুলিশ এবং মোহাম্মদপুর থানা-পুলিশ বলছে, শেখ মান্না আটক হওয়ার বিষয়টি তাঁরা এখনো জানে না। 

শেখ সাইয়েদ আহমেদ মান্না বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত শেখ কুতুব উদ্দিন আহমেদ এর ছোট ছেলে। 

গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া দুটি মামলার অন্যতম আসামি শেখ মান্না। বৃহস্পতিবার সকাল থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

তিনি আরও বলেন, ঘটনার পর তারা মোহাম্মদপুর থানায় গিয়ে খোঁজ নিয়েছেন। এমনকি বরিশাল কোতোয়ালি মডেল থানায়ও খোঁজ নেওয়া হয়েছে। তারা কেউ মান্নাকে ধরে আনেনি বলে পরিবারকে এখন ডিবি সহ অন্যান্য স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। 

এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল লতিফ বলেন, একজন লোক এসেছিলেন কাউন্সিলর মান্নার খোঁজ করতে। তবে আমাদের থানার কেউ তাঁকে গ্রেপ্তার করেনি। তা ছাড়া অন্য কোন বাহিনী তাঁকে গ্রেপ্তার করেছে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, 'কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না ইউএনওর বাসায় হামলা এবং পুলিশের সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি।' 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার