হোম > সারা দেশ > বরগুনা

ভাড়ায় ধান কাটা মেশিন নিয়ে যন্ত্রাংশ বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ধান কাটা হার্বেস্টার মেশিন ভাড়া নিয়ে যন্ত্রাংশ বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সোহেল রানা। আজ বুধবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সোহেল রানা। 

সোহেল রানা লিখিত বক্তব্যে বলেন, ‘এ বছর ২ মার্চ ৩ লাখ টাকা ভাড়ায় আড়াই মাসের জন্য আমার ধান কাটা হার্বেস্টার মেশিন উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডের মন্নান গাজীর ছেলে হান্নান গাজী ভাড়া নেয়। হান্নান ওই মেশিন দিয়ে রাজশাহীতে ধান কাটতে যায়। চুক্তি অনুসারে ভাড়া পরিশোধ করেনি মান্নান। উল্টো ওই মেশিনের চাকা, ব্যাটারি, ছাঁচ লাইট, লুকিং গ্লাস খুলে বিক্রি করে দিয়েছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ভাড়া টাকা ও ক্ষতিপূরণ চাইলে হান্নান আমাকে না দিয়ে টালবাহানা করতে থাকে। উপায় না পেয়ে আমি আমতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে হান্নানের বিরুদ্ধে অভিযোগ দেই। কিন্তু হান্নান অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশ মানেননি।’ 

তিনি আরও বলেন, ‘আমি ভাড়া টাকা ও যন্ত্রাংশ বিক্রির ক্ষতিপূরণ চাইলে তিনি আমাকে প্রাণনাশ ও মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। আমি জীবনের নিরাপত্তা ও মেশিনের যন্ত্রাংশের ক্ষতিপূরণ আদায়ে প্রশাসনের কাছে দাবি জানাই।’ 
 
এ বিষয়ে হান্নান গাজী প্রাণনাশের হুমকি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সোহেল আমার কাছে কিছু টাকা পাবে, ওই দ্রুত পরিশোধ করে দেব। তবে সোহেল আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছেন। এ জন্য আমি মামলার দেওয়ার কথা বলেছি।’ 

অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. রুহুল আমিন হাওলাদার বলেন, ‘অভিযোগ পেয়ে হান্নানকে ডেকে এনেছি। হান্নানের কাছে সোহেলের টাকা পাওনা রয়েছে। ওই টাকা তাকে পরিশোধ করতে নির্দেশ দিয়েছি।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা