বৈরী আবহাওয়ায় বান্দরবানের লামা উপজেলায় প্রায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ভারী বৃষ্টিপাত থামলে ও পাহাড়ধসের আশঙ্কা কেটে গেলে রিসোর্টগুলো খুলে দেওয়া হবে।
আজ রোববার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
এদিকে টানা দুই দিনের ভারী বর্ষণে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বেড়ে সদর, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে জেলার সাতটি উপজেলায় ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন কুমার মণ্ডল বলেন, বান্দরবানে অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট বৃষ্টিপাত ১২৯ মিলিমিটার।