হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, বৃদ্ধ নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ পৌর এলাকার কালাঘাটার মৃত আব্দুল হাকিমের ছেলে। আহতেরা হলেন—জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০)। আহতেরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা অফিসের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা