হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, বৃদ্ধ নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ পৌর এলাকার কালাঘাটার মৃত আব্দুল হাকিমের ছেলে। আহতেরা হলেন—জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০)। আহতেরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা অফিসের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ