হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানে চকলেটের প্রলোভনে এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন খাঁ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বেলাল খাঁ বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজ ঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলাল খাঁ (৬০) বান্দরবান পৌরসভা এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক কন্যাশিশুকে ধর্ষণ করেন। বিষয়টি শিশুর মা দেখে ফেলায় অভিযুক্ত বেলাল খাঁ ওই সময় পালিয়ে যান। ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন। পরে পৌরসভার বড়ুয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে এই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযুক্ত বেলাল উদ্দিন খাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা