হোম > সারা দেশ > বান্দরবান

লামায় যাত্রীবাহী জিপের চাপায় ১ জন নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপগাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে ছোটন শীল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছার বদুরঝিরিতে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছোটন শীল পার্শ্ববর্তী আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবের মিয়া পাড়ার মৃত পরিমল শীলের ছেলে। এ ছাড়া নিহত ছোটন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অবস্থিত কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। 

লামা থানা-পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে লামা থানায় নেওয়া হয়েছে। জিপগাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। 

নিহতের বড় ভাই সজীব শীল (৩৭) বলেন, ‘আমার ছোট ভাই ছোটন ছুটিতে বাড়িতে এসেছিল ৷ সকাল ৭টায় লোহাগাড়ায় কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে চকরিয়া থেকে আগত যাত্রীবাহী জিপগাড়ির চাপায় ভাইয়ের মৃত্যু হয়েছে।’ 

এই ঘটনার প্রত্যক্ষদর্শী বদুরঝিরি এলাকার কামাল উদ্দিন (৬৫) ও সুমি আক্তার (২৪) বলেন, ‘মোটরসাইকেলটি চকরিয়ার দিকে যাওয়ার সময় চকরিয়া থেকে আগত যাত্রীবাহী একটি জিপগাড়ি চাপা দিলে  মোটরসাইকেল আরোহীর মাথা থেঁতলে যায়। মুহূর্তের মধ্যে তাঁর মৃত্যু হয়। 

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, যাত্রীবাহী একটি জিপগাড়ির চাপায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া লামা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ