হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছড়া বা ঝিরির পানিতে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো ক্যাংগারবিলের মোহাম্মদ হোসেনের মেয়ে ও ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মুক্তা মনি (৯) এবং হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে ও ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী জেনসি আক্তার (১৩)।

বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন জানান, বাড়ির পাশে বটতইল্লা ঝিরিতে বেড়িবাঁধের পাশে কয়েকটি শিশু গোসল করতে নামে। তাদের মধ্যে মুক্তা ও জেনসি তলিয়ে যায়। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা দুজনকে উদ্ধার করে প্রথমে ইদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যান, পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেন। তিনি জানান, দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়।

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার