আলীকদমে জাল টাকাসহ মো. মনির হোসেন ও মো. মোবারক হোসেন নামে দুই যুবককে আটক করেছে আলীকদম সেনা জোন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া থেকে তাঁদের আটক করা হয়। সে সময় তাঁদের কাছে অবৈধ ১ লাখ ৭ হাজার জাল টাকা ও দুটি বাটন মোবাইল পাওয়া যায়।
আলীকদম সেনা সূত্র জানায়, গোয়েন্দা মাঠকর্মী তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার মো. ইকরাম হোসেনের নেতৃত্বে বাবুপাড়া থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা এক উপজাতির (মুরং) কাছে যাচ্ছিলেন অবৈধ জাল টাকা দিয়ে ইয়াবা কেনার উদ্দেশ্যে। ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁদেরকে আটক করা হয়।
আটক যুবকদেরদুজনই ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে মো. মনির হোসেন (২৪) নয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মো. রফিকের ছেলে। অন্যজন একই গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (২৬)।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকৃতদের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে আলীকদম থানা সূত্র জানিয়েছে।