হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুমে লুডু খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, সংঘর্ষে আহত ২ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজনকে হাত কাটাসহ শরীরের নানা স্থানে কোপানো হয়েছে। অপর জনকে মাথায় কোপানো হয়। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুমে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল গ্রামে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

দায়ের কোপে হাত কেটে যাওয়া যুবকের নাম মো. বেলাল (২৮)। তিনি বান্দরবান পৌর এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, তুমব্রু পশ্চিমকুল এলাকায় নুর আহমদ হাজীর দোকানে নিয়মিত স্থানীয় কিছু যুবক টাকার বিনিময়ে লুডু খেলত। ওই এলাকার মীর আহমদের ছেলে মুফিজ ও বেলালের মধ্যে জুয়া খেলার টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের মীর আহমদের ৩ ছেলে মুফিজ, গিয়াস, নাসির আর রাসেল ধারালো দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে বেলালকে কুপিয়ে জখম করে। এতে বেলালের বাম হাত বিচ্ছিন্ন প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে পড়ে। তাঁদের হামলা জসিম নামের এক যুবকও মাথায় আহত আঘাত পান।

আহতদের পরিবারের অভিযোগ, মুফিজদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে বেলালের বাম হাত ছাড়াও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা বেলালকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় তুমব্রু পশ্চিমকুল এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ঘটনার কথা তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা