হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি, থানচি বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলা সদরে প্রথমবারের মতো মার্শাল আর্ট (কারাতে) প্রশিক্ষণ শুরু হয়েছে। এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় আশার আলো শিশু সদন মিলনায়তনের মাসব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরাম (এলভিএমএফ) কমিটি সদস্যরা। 

উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য এ আয়োজন। আয়োজনের প্রথম ধাপে ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়। 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, দাতা সংস্থা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) তত্ত্বাবধানে স্থানীয় এনজিও সংস্থা তহজিংডংসিইচটিডব্লিউসি এ আয়োজন করছে। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন বান্দরবানে লামা উপজেলা মহামুনি শিশু সদনের মার্শাল আর্ট মাস্টার সিংমং মারমা প্রধান। এ ছাড়া প্রশিক্ষণ দেবেন মার্শাল আর্টে জাতীয় পর্যায়ের সদ্য গোল্ড মেডেল পাওয়া মাতামুহুরি কলেজের শিক্ষার্থী নুমে মারমা, রুইতুম ম্রো ও সিংক্যউ মারমা। 

আশার আলো শিশু সদন মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরামের সহসভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান মাংসার ম্রো। এনজিও সংস্থা তহ্জিংডংয়ের কো-অর্ডিনেটর মংসিংহাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। 

অনুষ্ঠানে ইউএনডিপির প্রতিনিধি পাইচিংউ মারমা, মংচিংনু মারমা, মৈত্রী শিশু সদনের পরিচালক উ ওয়ারা মহাথের, স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরামের সদস্য ও প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, টিমংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ