হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুমে মিয়ানমারের বিজিপির সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময় 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। আজ মঙ্গলবার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে এ শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সব পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চৈত্রসংক্রান্তি, পয়লা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। 

এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক লে কর্নেল ক্যাও নাইং সে, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপির অফিসাররা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা