হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান-ঘর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩টি দোকান ও ২টি বসতঘর। বাঘমারা বাজারটির এক অংশ বান্দরবান সদর, অপর অংশ রোয়াংছড়ি উপজেলার অন্তর্ভুক্ত।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাজারের একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের রোয়াংছড়ি স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রোয়াংছড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ছাড়া বান্দরবান সদর থেকেও একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে বাজারের ১৩টি বিভিন্ন দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষ আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে। 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১৫টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা হবে।’ 

স্থানীয় জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা জানান, সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাজারে আগুন লাগে। বাজারের পঞ্চানন দের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৩টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ