বান্দরবানে একদিনে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে আরও ২১ জন। বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনার সর্বশেষ প্রতিবেদন সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। বর্তমানে জেলায় মোট করোনা রোগী আছেন ৫৪২ জন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪২ জন। সদর উপজেলায় ৩৫৮ আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি ২৭, রোয়াংছড়িতে ৩৫ জনের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি, লামায় ৩২ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৫, থানচিতে আক্রান্ত ৬ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৩, আলীকদমে ২৮ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ১ জন। এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে আক্রান্ত ৫৪ ও রুমায় ২৯ জন আক্রান্ত হলেও এ দুই উপজেলায় কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
জেলায় এখন পর্যন্ত ১০ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসে ৯ হাজার ৬৮৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয় ২ হাজার ৩০ জনের। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৭৮ জন। আর মারা গেছেন ১০ জন।
সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে নানা চেষ্টা অব্যাহত রয়েছে। করোনা থেকে সুরক্ষার জন্য ভ্যাকসিন গ্রহণ, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং অবশ্যই মুখে মাস্ক পরতে হবে।