হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে সোর্স ভেবে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স ভেবে মিজানুর রহমান (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোর্সের নামের সঙ্গে মিল থাকায় ভুলে তিনি হত্যার শিকার হন বলে জানা গেছে।

মিজানুর রহমান উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামের মৃত আবদুশ শুক্কুর ছেলে। তিনি আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মিজানুর রহমানের ভাই মোহাম্মদ আলম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিজানুরকে লেবুতলীর আলী আকবর বাহিনীর অন্যতম সদস্য আবদুর রহিম ও তাঁর সঙ্গীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হঠাৎ পেছন থেকে এসে আবদুর রহিম আমার ভাইকে রামদা দিয়ে দিয়ে কোপাতে শুরু করেন। এরপর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় আবদুর রহিম বলেন, “তুই আমাদের আটটি অস্ত্র দেখিয়ে দিয়েছিস। তোকে জীবিত রাখব না।” পরে তাঁরা পালিয়ে যান।’

মোহাম্মদ আলম জানান, মিজানকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সামান্য চেতনা ফিরলে মিজান জানান, আবদুর রহিম তাঁর বাহিনীর লোকজন নিয়ে কুপিয়ে ও পিটিয়ে এই অবস্থা করেছে। কিছুক্ষণ পর তিনি আবারও অচেতন হয়ে পড়েন। তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে সেখানে মারা যান। তাঁর দুটি সন্তান রয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মূলত যে মিজান আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করেন, তিনি এই মিজান নন। গত সপ্তাহে তিনি আটটি বন্দুক উদ্ধারে সহায়তা করেছেন আনসার-ভিডিপির সদস্যদের। এই মিজান তিনি নন।

জানা গেছে, ঘটনাস্থল লেবুতলী মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক চোরাচালানের একটি স্থান। এলাকাটি ঘিরে কয়েকটি সন্ত্রাসী বাহিনীর আস্তানা রয়েছে। এর মধ্যে দুটি আস্তানা থেকে গত সপ্তাহে তিনটি পিস্তল ও পাঁচটি বন্দুক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিজানকে যে বা যারাই খুন করুক, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ