হোম > সারা দেশ > বান্দরবান

লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৮)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, নিজের লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফরিদুল মারা গেছেন।

স্থানীয় লোকজন ও নিহত ফরিদুলের পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার এক কিলোমিটার দূরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি নিয়মিত খেত পাহারা দিতেন। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে খেত পাহারা দিচ্ছিলেন।

খেত পাহারা দেওয়ার সময় একটি বন্য হাতি আসার খবরে ফরিদুলসহ কয়েক কৃষক দিগ্বিদিক ছোটাছুটি করছিলেন। একপর্যায়ে বন্য হাতির সামনে পড়ে যান ফরিদুল। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। ওই রাতেই স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা