হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে সাংগ্রাইয়ের মঙ্গল শোভাযাত্রা

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়িতে সাংগ্রাইয়ের মঙ্গল শোভাযাত্রা দিয়ে নতুন বছরকে বরণ করে উৎসব উদ্‌যাপন মাধ্যমে পালন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় রোয়াংছড়ি উৎসব উদ্‌যাপন পরিষদ কমিটির উদ্যোগে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে রোয়াংছড়ি বাজার, রোয়াংছড়ি পাড়া হয়ে একই স্থানে সাংগ্রাইংয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে।

মাহাঃ সাংগ্রাইং পোয়ে ২০২২ উপলক্ষে রোয়াংছড়ি উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মংখিসাই মারমা সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ক্যাসাইনু মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মেম্বার অংশৈচিং, মংহাইনু মারমা।

এ সময়ে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ নিজ নিজ পোশাক পরিধান করে দেড় শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

রোয়াংছড়ি উৎসব পরিষদ কমিটির সদস্যসচিব উমংনু মারমা বলেন ‘১৩৮৩-৪ সাক্করই কো ক্রোছোবারে, মাহা সাংগ্রাইং পোয়েঃ অংম্রাংবাজি’ স্লোগানে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকালে র‍্যালি ও আলোচনা সভা, সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আগামীকাল বৃহস্পতিবার বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নান, রাতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ১৫ এপ্রিল (শুক্রবার) বয়োজ্যেষ্ঠ পূজা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ১৬ এপ্রিল (শনিবার) ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ এপ্রিল (রোববার) বিহারে ধর্ম দেশনা ও উৎসর্গ দিয়ে মারমাদের সাংগ্রাইং পোয়ে শেষ করবে।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ‘পয়লা বৈশাখ ও শুভ নববর্ষে প্রতিটি পাহাড়ের জনগোষ্ঠীরা নিজ নিজ উৎসব পালন করবে। বিজু, বৈষু, বৈসাবি, সাংগ্রাইংয়ের সকলকে শুভেচ্ছা জানাই।’ 

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫