হোম > সারা দেশ > বান্দরবান

আশারতলী সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কাদেরের

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আব্দু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

বিস্ফোরণের শিকার আব্দুল কাদেরে আত্মীয় মো. হোসেন জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। 

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসা না থাকায়  তাঁকে চট্টগ্রামের পাঠানো হয়।

এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার জানান, সীমান্তের কাছে একজন মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। তবে এই বিষয়ে তাঁরা বিস্তারিত জানতে পারেননি।

এর আগে, ১৬ সেপ্টেম্বর এক তঞ্চঙ্গ্যা যুবকের পা উড়ে যায়। গত পরশু তুমব্রু জিরো লাইনে দুই রোহিঙ্গা নাগরিক আহত হন স্থলমাইনে বিস্ফোরণে। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ