হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে এক লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা

প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানে চলতি অর্থ বছরে এক লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ত্বরান্বিত হবে এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তবে কেবল গাছ লাগালেই চলবে না, এগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। যাতে এসব চারা সঠিকভাবে বেড় উঠতে পারে। তাহলেই এই বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা আসবে।

আজ বুধবার দুপুরে বান্দরবান সদরের প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে বীর বাহাদুর এসব কথা বলেন। 

বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর আরও বলেন, আমরা কেবল গাছ কাটবোই না, গাছ লাগাব, একটি কাটলে দুটি লাগাব-এমন মনোভাব আমাদের মধ্যে জাগাতে হবে, তাহলেই আমাদের দেশ সবুজে ভরে যাবে, প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন রক্ষাকারী অক্সিজেনের চাহিদা মিটবে। তিনি সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। 

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান জানান, মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধন কর্মসূচির আওতায় প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের উদ্দেশ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এক লাখ গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. একেএম নাজমুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদসহ জেলা প্রশাসন, বন বিভাগ, হর্টিকালচার সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার