হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে ৯ অনুপ্রবেশকারীকে মিয়ানমারে পুশব্যাক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে প্রবেশ করা মিয়ানমারের ৯ নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিম কূল সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেন ৩৪ বিজিবির সদস্যরা। পরে বিকেলে সীমান্তের ৩৫ নম্বর পিলারসংলগ্ন মিয়ানমারের বাইশফাঁড়ি পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়।

অনুপ্রবেশ করা মিয়ানমারের নাগরিকেরা হলেন উচাই (৪৫), স্ত্রী চেনি (৩৭), মুন্তি (১৭), জয়ন্তী (১৩), সিংখ (১১), বহংত (৬), মালা (৪), জমন (৩) ও কেন্তে (৩)। তাঁদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়।

তমব্রু সীমান্তে বসবাসকারীদের সঙ্গে কথা বলে এবং বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তবে এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার