হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবান-থানচি সড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

বান্দরবান প্রতিনিধি

অতিবৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে পড়ে যান চলাচল বন্ধ হওয়ার ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, টানা তিন দিন বৃষ্টিপাতের কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরির জীবননগর এলাকায় পাহাড় ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দুই ঘণ্টার প্রচেষ্টায় ধসে পড়া মাটি সরানোর পর বন্ধ থাকার প্রায় চার ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি জানান, টানা বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কের নীলগিরি পরে জীবননগরে পাহাড় ধসে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের প্রচেষ্টায় রাস্তায় ধসে পড়া মাটি সরানো হলে বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

এদিকে বৃহস্পতিবার সকালে জেলা ও উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে প্রচার চালানো হয়েছে। বান্দরবানে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। 

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। যা আরও কয়েক দিন হতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা