হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ৭ 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় মিনি ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর আলম (২২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাত শ্রমিক। আজ বুধবার সকালে উপজেলার দুর্গম পাহাড়ি ফাইতং-গজালিয়া সড়কের বদর টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর আলম কক্সবাজারের বাংলাবাজার থানার ঘোনাপাড়ার বাসিন্দা এরশাদুল হকের ছেলে। 

লামার ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হারবাং এলাকা থেকে বুধবার সকাল সোয়া ৭টার দিকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যাপাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের জন্য ১৫-২০ জন শ্রমিক ও মালামাল নিয়ে যাচ্ছিল মিনি ট্রাকটি। সড়কের বদর টিলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মো. জাহাঙ্গীর আলম মারা যান এবং আরও সাত শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ফাইতং থেকে গাজালিয়ায় ট্রাকে করে কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা