হোম > সারা দেশ > বান্দরবান

১ মাস পর বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল স্বাভাবিক

বান্দরবান প্রতিনিধি

দীর্ঘ এক মাস পর বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল থেকে চলতে থাকে বাস। বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান-রুমা সড়কের বাসচালক নাছির উদ্দীন বলেন, ‘বন্যায় সড়ক বিধ্বস্ত হয়ে যায়। এখন সড়ক অনেকটা স্বাভাবিক। ১ মাস ৬ দিন পর গাড়ি নিয়ে বান্দরবান থেকে রুমায় পৌঁছাতে পেরেছি।’

বান্দরবান-রুমা বাসস্টেশনের লাইনম্যান জাকির হোসেন বলেন, গত মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টির কারণে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের পর থেকে ধনিয়াল পাড়া ও খুমি পাড়া এলাকা সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ে। সড়ক ভেঙে যায়। গত ৭ আগস্ট থেকে এ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। চলতি মাসের ৬ সেপ্টেম্বর থেকে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) কোনোভাবে চলাচল করলেও বাস চলাচল বন্ধ ছিল। 

জাকির হোসেন বলেন, সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্যদের প্রচেষ্টায় সড়ক অনেকটা স্বাভাবিক হয়েছে। আজ বান্দরবান থেকে ১২টি বাস রুমা উপজেলায় পৌঁছেছে। 

বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বলেন, বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল বন্ধ ছিল। আজ থেকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় ৬৪৫ দশমিক ৪ কিলোমিটার পাকা ও ইট সলিং সড়ক ও ৯৩টি ব্রিজ ও ৯২টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে গত ১৬ আগস্ট বান্দরবান-রোয়াংছড়ি সড়ক ও ৬ সেপ্টেম্বর বান্দরবান-থানচি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ