হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পুঁতে রাখা হয় এ রকম স্থলমাইন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এ সীমান্তে বর্তমানে চোরাচালান বেড়েছে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মিয়ানমার অংশের রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর এ দেশের কিছু চোরাকারবারি। সম্প্রতি আরাকান আর্মি ৪৯ নম্বর সীমান্ত পিলারের ১ কিলোমিটার ভেতরে চোরাই পণ্যের হাট বসিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চোরাকারবারিদের চলাচলের সুযোগ করে দেয়। তবে বাংলাদেশ থেকে সে হাটে যারা যায়, তাদের কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেয় আরাকান আর্মি।

সূত্র আরও জানান, এ চাঁদা আদায় করতে আরাকান আর্মি নির্দিষ্ট একটি গেট ব্যবহার করে। বাকি পাহাড়ি এলাকায় স্থলমাইন বসিয়ে আতঙ্কে রাখে ব্যবসায়ীদের; যাতে তাদের সেই ৫০০ টাকা হাতছাড়া না হয়। সোমবার দুই দফায় স্থলমাইন বিস্ফোরণের স্থান হলো সেই পথ।

স্থানীয় বাসিন্দা ও সমাজপতি আবদুর রহমান, ছৈয়দ হোসেন ও আহমদ ছলিম জানান, সোমবারের ২ দফা স্থলমাইন বিস্ফোরণে ১টি কুকুর ও ১টি বন্য শূকরের মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে এক ছাত্রসহ ৩ কাঠুরিয়ার পা উড়ে গিয়েছিল।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে ১১ বিজিবি অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ