হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে সুধির নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপির সদস্যরা তাঁকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁর বাবার নাম বিমল। 

বিজিবি জানায়, আজ শুক্রবার আটক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে এক নেপালি নাগরিককে আটক করেছিলেন ১১ বিজিবির সদস্যরা।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে গত মঙ্গলবার আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান জেলা আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান। 

তিনি আজকের পত্রিকা বলেন, ‘আদালত রিমান্ড মঞ্জুর করলে তিনি আসলে কী উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তে ঘোরাফেরা করছিলেন, বিস্তারিত জানা যাবে।’

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ