হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে সুধির নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপির সদস্যরা তাঁকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁর বাবার নাম বিমল। 

বিজিবি জানায়, আজ শুক্রবার আটক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে এক নেপালি নাগরিককে আটক করেছিলেন ১১ বিজিবির সদস্যরা।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে গত মঙ্গলবার আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান জেলা আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান। 

তিনি আজকের পত্রিকা বলেন, ‘আদালত রিমান্ড মঞ্জুর করলে তিনি আসলে কী উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তে ঘোরাফেরা করছিলেন, বিস্তারিত জানা যাবে।’

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা