হোম > সারা দেশ > বান্দরবান

লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু, আহত ২ 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।

আহতরা হলেন আমির আলী (৫০) ও মোজাম্মেল হক বয়াতি (৬৫)। তাঁদের উদ্ধার করে স্বজনেরা কক্সবাজারের চকরিয়ায় হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার সকালে জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোহরাবপাড়া, মগবাজার ও জামালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত খতিজা বিবি (৬৫) সোহরাবপাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে সোহরাবপাড়ায় বন্য হাতির পাল তাণ্ডব চালায়। এ সময় ওই বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়েন খতিজা। এ সময় হাতি তাঁকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে। পরে মগবাজার এলাকার আমির আলীর দোকান ও জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাঙচুর করে তাঁদের আহত করে। কয়েকটি গাড়ি ভেঙে ফেলে হাতির পাল।

আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

লামা আজিজনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, লাশ তাঁর বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ এবং কারও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে।

এদিকে দিনের বেলায় বন্য হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালানোর ঘটনায় স্থানীয়দের মধ‍্যে আতঙ্ক বিরাজ করছে। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ