হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধান ছয় দিনেও মেলেনি

বান্দরবান প্রতিনিধি

ভারী বর্ষণে ঝিরির পাশে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ হওয়ার ছয় দিন পরও মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ মেলেনি। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারী বর্ষণের ফলে ঝিরির কাছে আশ্রয় নেওয়া অবস্থায় পাশের পাহাড় ধসে মা কৃষ্ণাতি ত্রিপুরা দুই শিশু সন্তানসহ নিখোঁজ হয়।

পরের দিন বৃহস্পতিবার সকালে মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরাকে (৮) পাশের একটি ঝিরি থেকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজের ছয় দিন পর আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগাই ত্রিপুরা পাড়া এলাকায় তাঁরা বাস করে।

বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ওয়ার্ড মেম্বার ও ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগদিশ ত্রিপুরা আজ সোমবার জানান, কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধানে ছয় দিন যাবৎ স্বজনরা নিখোঁজ হওয়ার স্থান ও আশে পাশে ঝিরি-খালে খোঁজ করে যাচ্ছেন। যদি তাঁকে খুঁজে পাওয়া যায় সে আশায়।

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মা, মেয়ে ও ছেলে পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে তারা ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিল। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে তারা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের খোঁজে নামে।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ