হোম > সারা দেশ > বান্দরবান

ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮), মো. হানিফ (২৪)। তাঁরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, মো. রাশেদের সঙ্গে রং নম্বরে পরিচয়ের সূত্র ধরে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ মোবাইল ফোনে কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। পরদিন কিশোরী রাশেদের বন্ধু ওমর ফারুকের সঙ্গে পদুয়া পৌঁছালে সেখান থেকে কাজিবাড়িতে যাওয়ার কথা বলে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যান এবং তাঁরা পালাক্রমে ধর্ষণ করেন।

পরে কিশোরীর আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে কিশোরীকে উদ্ধার করে ধর্ষক মো. রাশেদ, মো. কায়ছার ও ওমর ফারুককে আটক করে থানায় হস্তান্তর করে। পরে কিশোরী বাদী হয়ে বান্দরবান থানায় ধর্ষণ মামলা করে। এরই ধারাবাহিকতায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রোববার এ রায় প্রদান করেন। এদের মধ্যে কায়ছার ছাড়া অন্য তিনজন পলাতক রয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল আজকের পত্রিকাকে জানান, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত ব্যক্তিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা