হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

থানচিতে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।

‘হেডম্যান কারবারি একসঙ্গে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি’ এই প্রতিপাদ্যে বোমাং সার্কেল হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সদস্য আইনজীবী উবাথোয়াই মারমা, ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বোমাং সার্কেলের হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সম্পাদক উনিংহ্লা মারমা প্রমুখ।

উপজেলা হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উবামং কারবারি, হেডম্যান শিমন ত্রিপুরা, পিটর কারবারি, ঞোহ্লা কারবারি, জ্ঞানলাল কারবারি প্রমুখ। সঞ্চালনা করেন হেডম্যান মুইশৈথুই মারমা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার ১১টি মৌজাপ্রধান হেডম্যান, ২৪২টি গ্রামের প্রধান, সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫