হোম > সারা দেশ > বান্দরবান

তিন দিন পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু

রুমা (বান্দরবান) প্রতিনিধি

টানা তিন দিন বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে যায়। এ ঘটনায় চালক আব্দুল গফুর মারা যান।

সেনাবাহিনীর ২০ ইসিবির সংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুপুর দেড়টায় মালবোঝাই ট্রাক যাওয়ার সময় বেইলি সেতুটি ভেঙে পড়ে। তখন থেকে বান্দরবান-রুমা সড়কযোগাযোগ বন্ধ ছিল। টানা তিন দিন পর আজ সকালে থেকে যানবাহন চলাচল শুরু করা হয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতুটিও নতুন করে স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।

এই সেনাবাহিনীর ২০ ইসিবির ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামরুল বলেন, বেইলি সেতু ভেঙে যাওয়ার পরদিন থেকে এই জায়গায় বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছিল। মাটি কেটে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

ওয়ারেন্ট অফিসার আরও বলেন, ভেঙে যাওয়া বেইলি সেতুটি নতুন করে করার জন্য গত মঙ্গলবার থেকে ভেঙে যাওয়া সেতুটি স্ক্রুগুলো খুলে তা সরানোর কাজ চলছে। নতুন বেইলি সেতু তৈরি করার জন্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে নির্মাণ সরঞ্জাম আসছে।

তাই সামনে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নতুন বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। এর আগে যানবাহন চলাচলের জন্য বিকল্প এই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল।

 রুমা সদরঘাটে বাসের সাবকাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমা বলেন, আজ সকাল থেকে গণপরিবহন বাস সার্ভিস নিয়মিত চলছে। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ