হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে জিপ উল্টে চালকের মৃত্যু, লাফ দিয়ে বেঁচে গেল ৩ যাত্রী

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে মালবোঝাই জিপ উল্টে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হলেও জিপে থাকা তিন যাত্রী লাফ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম সিংওমাং মারমা (৩৫)। তিনি বান্দরবানের তারাছা ইউনিয়নের হ্লাপাইমুখ এলাকার চিমং প্রু মারমার ছেলে। 

স্থানীয়রা বলছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বান্দরবান সদর থেকে একটি জিপ গাড়ি বিভিন্ন পণ্য বোঝাই করে কুহালং ইউনিয়নের ভাঙামুড়া এলাকায় যাচ্ছিল। জিপটি ভাঙামুড়ার কাছাকাছি পাহাড়ি রাস্তায় উঠতে গেলে জিপটি পাহাড়ের ঢালে নিয়ন্ত্রণ হারায় এবং পাশের খাদে পড়ে যায়। এ সময় জিপে থাকা তিন যাত্রী লাফ দিয়ে রক্ষা পায়, তবে চালক সিমংওমাং মারমা ঘটনাস্থলেই মারা যায়। পরে বান্দরবান সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত জিপ চালক সিংওমং মারমার মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। 

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ