হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের আর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের বাসস্টেশন এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, বান্দরবান শহরের ক্যংয়ের মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও প্রাণনাশের হুমকি, নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-১৫–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাবিব আল মাহমুদের দায়ের করা মামলার এজাহারনামীয় ২৪ নম্বর আসামি আবু তৈয়ব চৌধুরী। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে প্রেরণ করা হবে। 

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আবু তৈয়ব। তাঁর নামে চারটি মামলা হলে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

গত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বান্দরবান সদর থানায় বিএনপির পক্ষ থেকে দুটিসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। আবু তৈয়ব চৌধুরী চারটি মামলার আসামি।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ